নীলফামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডিমলা-ডালিয়া সড়কের শুটিবাড়ী বাজারের পূর্বদিকে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া দাখিল মাদরাসার সহ-সুপার ও খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মরহুম আমিন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, মাওলানা রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদরাসা যাওয়ার পথে পাথরবোঝাই একটি ট্রলি পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



