তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প হঠাৎ অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (২৯ নভেম্বর) উপজেলাবাসী মানববন্ধন করেছে।

Location :

Tahirpur
তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প হঠাৎ অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে তাহিরপুর উপজেলাবাসী মানববন্ধন করেছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাহিরপুর হাওর বাচাঁও আন্দোলন ও সচেতন তাহিরপুরবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই তাহিরপুরবাসীর দাবি ছিল একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। পাহাড়ি ও সীমান্তবর্তী এই উপজেলার যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য এই প্রকল্পটি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু স্থানীয়দের সাথে আলোচনা না করে প্রকল্পটি অন্যত্র স্থানান্তর করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাহিরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। যাদের তত্ত্বাবধানে এটি তাহিরপুর থেকে সরিয়ে নেয়া হয়েছে—তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। কেন্দ্রটি আমাদের এলাকায় পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।

উপজেলা নির্বাহী অফিসারদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প আপনার জ্ঞানের বাইরের কিছু হতে পারে না। কিন্তু আপনি শুধু জাদুকাটা নিয়ে ব্যস্ত থাকায় তাহিরপুরের এই বড় ক্ষতির দিকে আপনার নজর নেই বলে আমরা মনে করি। পূর্বে কেন্দ্রটি স্থাপনের জন্য এলাকাবাসী নিজেরাই জায়গা নির্ধারণ করে দিয়েছিল। তাহলে আমাদের ধারে কাছে এসে কেন প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেয়া হলো? এর পেছনের রহস্য আমরা জানতে চাই। তাহিরপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফিরিয়ে আনার লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা প্রয়োজন। এই কমিটির নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব—যতদিন পর্যন্ত প্রকল্পটি তাহিরপুরে ফেরানোর ঘোষণা না আসে।

উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আবারো স্পষ্টভাবে জানাতে চাই—এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিন। ডিসি মহোদয়কে সাথে নিয়ে সমস্যার সমাধান করুন। তা না হলে আমরা মনে করবো, প্রশাসনিক দায়িত্ব পালনে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমাদের প্রাণের দাবি—কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি কেন তাহিরপুর থেকে সরানো হলো তার জবাব চাই, এবং অবিলম্বে তা পুনঃস্থাপন করতে হবে। দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে আমরা বাধ্য হবো কঠোর আন্দোলনের ডাক দিতে। উপজেলা পরিষদ ঘেরাওসহ সব গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরো জানান, তাহিরপুরে দক্ষতা উন্নয়নমূলক প্রতিষ্ঠান না থাকায় প্রতিবছর অনেক তরুণ কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই অবিলম্বে প্রকল্পটি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তাহিরপুরেই স্থাপন করার দাবি জানান তারা।

মানববন্ধনে প্রকল্পটি ফেরত না দেয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আয়োজকরা।