রেল স্টেশনে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১টার দিকে শায়েস্তগঞ্জ থানাধীন নিজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Shaistagonj
গ্রেফতার
গ্রেফতার |নয়া দিগন্ত

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে গভীর রাতে উদয়ন ট্রেন থেকে ভুল করে নেমে পড়া এক মেয়েকে গণধর্ষণ করার প্রধান আসামি মাসুম মিয়া ওরফে ডগিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১টার দিকে শায়েস্তগঞ্জ থানাধীন নিজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত ৮ জুলাই রাত ১০টার দিকে মেয়েটি নিজ বাড়িতে যাবার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন ট্রেনে ওঠেন। কিন্তু ভুলক্রমে ভোর ৪টার সময় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে যায়। পরদিন বিকেলে আসামিরা মেয়েটিকে ফুসলিয়ে শায়েস্তাগঞ্জ থানাধীন পূর্ববড়চরের একটি পরিত্যক্ত বসতবাড়িতে নিয়ে গিয়ে ১ নম্বর আসামি মাসুম মিয়া ডগি মাসুমের রহমান (২৫) ধর্ষণ করে এবং রাত সাড়ে ৭টার দিকে একই স্টেশনের অদূরে নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে সকল বিবাদীরা সংঘবদ্ধভাবে মেয়েটিকে পুনরায় ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ডাক্তার কর্তৃক চিকিৎসা গ্রহণ করে। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিলে মেয়েটির সাথে তার অভিভাবক না থাকায় পুলিশ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা দায়ের করেন।

আরো জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শায়েস্তগঞ্জ থানাধীন নিজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মামুন মিয়াকে শায়েস্তগঞ্জ পৌর এলাকার তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।