রূপগঞ্জে তেল কারখানায় আগুন

রূপগঞ্জের গ্লোব এডিবল ওয়েল কারখানায় কন্ট্রোল রুমে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ ছিল রুমে ডিজেল মজুদ থাকা।

শফিকুল আলম ভূঁইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

Location :

Rupganj
রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় ভয়াবহ আগুন
রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় ভয়াবহ আগুন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্লোব এডিবল ওয়েল কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় কারখানাটির কন্ট্রোল রুমে এ আগুনের সূত্রপাত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস পরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরো জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।