নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ শুরু করা হবে এবং ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক চার লেন করার উদ্যোগ নিয়েছে সরকার।’
শুক্রবার (৯ মে) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-মুলাদীর সন্ধ্যা নদীর মিরগঞ্জ সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কোস্টগার্ডের একটি বোর্ডে মিরগঞ্জ ফেরিঘাটে সংক্ষিপ্ত সময়ের জন্য অবস্থানের সময় মুলাদী মীরগঞ্জের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জনগণকে আশ্বস্ত করেন নদী শাসনের মাধ্যমে নদীর ভাঙ্গন প্রতিরোধ করেই মুলাদী মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ করা হবে।
উপদেষ্টা শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজ হতে হিজলা উপজেলার উদ্দেশ্যে কোস্টগার্ডের সহযোগিতায় স্পীডবোটযোগে যাত্রা করে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে মিরগঞ্জে কিছু সময়ের জন্য অবস্থান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়াও সফর সঙ্গী হিসেবে ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার, বরিশালের জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন, বিআইডব্লিউটির চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা সরকারি কমিশনার ভূমি কামরুন নাহার তামান্না, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল আলম, বরিশাল বিএনপি নেতা এবায়দুল হক চাঁদ, বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল সোসাইটির আহ্বায়ক মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম সহ বিভিন্ন নেতারা।
জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে প্রকল্প তালিকায় আছে মীরগঞ্জ সেতুর নাম। প্রকল্পের নাম দেয়া হয়েছে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা সড়কের অষ্টম কিলোমিটার অংশে আড়িয়াল খাঁ নদের ওপর সেতু নির্মাণ।
স্থানীয়রা জানান, মীরগঞ্জ সেতু স্থাপিত হলে শুধু তিন উপজেলাবাসীই উপকৃত হবেন না। পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের অ্যাপ্রোচ সড়কের সাথে বিভাগীয় শহর বরিশালের সড়কপথের দূরত্ব অর্ধেক কমে ৯০ কিলোমিটার হবে। বরিশালের মীরগঞ্জে সেতু নির্মিত হলেই এসব হিসাব-নিকাশ বাস্তবে রূপ নেবে।