বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে জেলা বিএনপির আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় অমিত বলেন, চারদিকে আবারো ফ্যাসিবাদী প্রতিধ্বনি শোনা যাচ্ছে। রাজনীতির আকাশে ঘন কালো মেঘ জমেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
এর আগে সকাল সাড়ে ১০টায় গাছের চারা বিতরণ করা হয়।