তরুণরাই গড়বে সোনার বাংলাদেশ : জামায়াত নেতা অধ্যক্ষ মশিউর

যুব সমাজ দেবে আগামীর নেতৃত্ব, তরুণরাই গড়বে সোনার বাংলাদেশ।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Fakirhat
ফকিরহাটে যুব সমাবেশে অতিথিরা
ফকিরহাটে যুব সমাবেশে অতিথিরা |নয়া দিগন্ত

যুব সমাজ দেবে আগামীর নেতৃত্ব, তরুণরাই গড়বে সোনার বাংলাদেশ। ৫ আগস্ট যুব-সমাজ, তরুণ-ছাত্ররা তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা ও খুলনা অঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক জেলা আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট সদর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে ফকিরহাট সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডা: মোহাম্মাদ সোলায়মান হোসাইন -এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার যুব বিভাগের শূরা, কর্মপরিষদ সদস্য ও সভাপতি শেখ মনজুরুল হক (রাহাদ)।

এ সময় আরো বক্তব্য রাখেন ফকিরহাট থানা আমির এ, বি, এম তৈয়াবুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, সভাপতি (যুব বিভাগ) শেখ সুমন হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন- যুব বিভাগের সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদ প্রমুখ।