ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাতার প্রবাসীর গাড়িতে হামলা করে ডাকাতি করা হয়েছে। ডাকাতদল প্রবাসীসহ সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রবাসীর পাসপোর্ট, বিমান টিকিট, নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নেয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এদিকে, মহাসড়কের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা এবং আষাঢিয়ারচর এলাকায় গত বুধবার মধ্যরাতে বিএনপি নেতাদের গাড়িতে হামলা করে তাদের সর্বস্ব লুটপাট করেছে ডাকাতরা। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাচ্ছিলেন। ডাকাতদের পৃথক হামলায় ১০ বিএনপি নেতা আহত হন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কাতার ফেরত প্রবাসী রিফাতুজ্জামান ছুটি শেষে গত বুধবার রাতে মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৬) যোগে ঢাকার বিমানবন্দরে রওনা হন। বৃহস্পতিবার ভোর রাত সোয়া ৩টার দিকে সোনারগাঁও অতিক্রমকালে পথে নয়াগাঁও এলাকায় ট্রাফিক যানজটে আটকা পড়ে তাদের গাড়ি। এসময় ৮-১২ জনের একটি ডাকাতদল পিস্তল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রবাসীর গাড়িতে হামলা করে। ডাকাতরা গাড়ির সামনের ও সাইটের গ্লাস ভেঙে প্রবাসী রিফাতুজ্জামানসহ তার পরিবারের সাতজনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। ডাকাতি কাজে বাধা দেয়ার ডাকাতরা প্রবাসীর সহযোগী মনিরুল ইসলামের হাতে কোপ মেরে রক্তাক্ত জখম করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে আটকে রেখে প্রবাসীদের সাথে থাকা তিনটি স্মার্ট মোবাইল সেট, নগদ ৩০ হাজার ২০০ টাকা, প্রবাসীর পাসপোর্ট, বিমানটিকিটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে প্রবাসীসহ আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেয়। এ ঘটনায় আহত প্রবাসী রিফাতুজ্জামান বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত কাতার প্রবাসী রিফাতুজ্জামান জানান, তিনি ছুটি শেষে কাতার যাওয়ার উদ্দেশে ঢাকার বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে সোনারগাঁওয়ে ডাকাতদের কবলে পড়েন। ডাকাতরা তাদেরকে মারধর করে তার পাসপোর্ট, বিমান টিকিটসহ মূল্যবান কাগজপত্র, মোবাইল, টাকা পয়সা লুট নিয়ে যায়। তিনি এখন কাতার যেতে পারছেন না।
এদিকে, তারেক রহমানের প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে গত বুধবার রাত দেড়টার দিকে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ডাকাতির হামলার শিকার হয়ে ডাকাতির কবলে পড়েন কুমিল্লার লালমাই থানার বিএনপির নেতা শহীদ, বাবুল মেম্বার, মনির হোসেনসহ কয়েকজন বিএনপি নেতা। তাদের গাড়ি ভাংচুর করে নগদ টাকা, মোবাইল সেটসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। হামলায় আহত হন বিএনপির পাঁচ নেতা।
এছাড়া মধ্যরাতে আষাড়িয়ারচর এলাকায় ডাকাতির হামলায় শিকার হন নোয়াখালীর চাটখিলের যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফিরোজসহ কয়েকজন বিএনপি নেতা। তারা মাইক্রোবাসযোগে পূর্বাচল তিন শ’ ফিট যাচ্ছিল। ডাকাতরা গাড়িতে থাকা সকল বিএনপি নেতাদের হকিস্টিক দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৫/৭টি মোবাইল সেট, নগদ টাকা লুট করে পালিয়ে যায়। হকিস্টিক ও ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন বিএনপি নেতা আহত হন।
সোনারগাঁও থানার ওসি মো: মহিবুল্লাহ জানান, ‘মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। অন্য কোথায় ডাকাতির ঘটনা শুনিনি। কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।’


