দেবীগঞ্জে স্কুল মাঠ রক্ষার্থে শিক্ষার্থীদের মানববন্ধন

‘আমরা জানতে পেরেছি এই বিদ্যালয়ের মাঠে পৌরসভার উদ্যোগে বাস বাস টার্মিনাল করার পরিকল্পনা চলছে। তাই আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করি।’

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj
দেবীগঞ্জে স্কুল মাঠ রক্ষার্থে শিক্ষার্থীদের মানববন্ধন
দেবীগঞ্জে স্কুল মাঠ রক্ষার্থে শিক্ষার্থীদের মানববন্ধন |নয়া দিগন্ত

দেবীগঞ্জ উপজেলার শতবর্ষী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌরসভার বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার ( ২০ জুলাই) দুপুরে দেবীগঞ্জ এন এন উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন উপস্থিত সবাই পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।

শিক্ষার্থীদের দাবি তারা এই ঐতিহ্যবাহী মাঠে বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য জায়গায় দেয়ার জন্য তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

শিক্ষার্থীরা জানান, দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তৎকালীন কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ তার নিজ জমি দান করে ১৯০৬ সালে প্রতিষ্ঠা করে। সেই জমির অংশ হল খেলার মাঠ। এই মাঠে প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধূলা করে। প্রতি বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধূলা এই মাঠেই অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা আরো জানান, সাম্প্রতিক আমরা জানতে পারি এই বিদ্যালয়ের মাঠে পৌরসভার উদ্যোগে বাস বাস টার্মিনাল করার পরিকল্পনা চলছে। তাই আমরা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করি ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করি।