ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবী ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার সর্বস্তরের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টার দিকে শহরের সাদ্দাম বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম, শহর শিবিরের সভাপতি হাফেজ মাওলানা আবু ইউসুফ, গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুস্তাফিজুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে পাঁচ রাস্তার মোড়ে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা।
জানাজায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ ছাড়া বাদ যোহর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।



