খালেদা জিয়ার ইন্তেকালে রাঙ্গামাটিতে বিএনপির ৭ দিনের শোক

মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও বুকে কালো ব্যাজ ধারণ করে শোক পালন শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
সপ্তাহব্যাপী শোক পালন শুরু করছে রাঙ্গামাটি জেলা বিএনপি
সপ্তাহব্যাপী শোক পালন শুরু করছে রাঙ্গামাটি জেলা বিএনপি |নয়া দিগন্ত

তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সপ্তাহব্যাপী শোক পালন শুরু করছে রাঙ্গামাটি জেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও বুকে কালো ব্যাজ ধারণ করে শোক পালন শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণসহ নানা ধর্মীয় প্রার্থনার আয়োজন করেছে জেলা বিএনপি।

এ সময় রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি আসনে বিএনপির সাবেক প্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম ভুট্টো, বিএনপি নেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি মো: সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি নেতারা জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী নানা শোক পালন করা হবে। এর মধ্যে সাত দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় কার্যালয় ও সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।