ডুমুরিয়ার মিকশিমিলে যুবকের লাশ উদ্ধার

লাশের কোথাও কোনো আঘাত বা দাগ না থাকলেও বাম চোখ তোলা বিষয়টি রহস্যজনক।

মো: আনোয়ার হোসেন আকুঞ্জী, ডুমুরিয়া (খুলনা)

Location :

Dumuria
ডুমুরিয়ায় লাশ উদ্ধার।
ডুমুরিয়ায় লাশ উদ্ধার। |ফাইল ছবি

খুলনার ডুমুরিয়ায় একটি বাগানের আমগাছে ঝুলতে থাকা অবস্থায় জীম খান (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ডুমুরিয়া থানায় ইউডি মামলা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার মিকশিমিল গ্রামে এ ঘটনা ঘটে।

জীম ওই গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, জীম নিজের খরচ চালানোর জন্য এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতেন। রোববার সন্ধ্যায় তিনি মিকশিমিল মাঠে ব্যাট মিন্টন খেলতে গিয়ে আর ফিরে আসেননি।

জীমের বাবা জাকির হোসেন বলেন, ‘সন্ধ্যায় জীমের ফোনে কল আসে কিন্তু বাড়ি থেকে বের হয়নি। পরে আবার কল আসলে মাঠে খেলতে যায়। কিন্তু রাত ১১টা অবধি বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও জীমের সন্তান না পেয়ে ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশের বাগানের আমগাছে তার লাশ ঝুলতে দেখতে পাই। পরে আমার চিৎকারে জীমের মা ও চাচিরা লাশ নামিয়ে আনে।’

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান জানান, ছেলেটি নেশা করতো। অনেকবার তাকে আটকের চেষ্টা করা হয়েছে। তবে লাশের কোথাও কোনো আঘাত বা দাগ না থাকলেও বাম চোখ তোলা বিষয়টি রহস্যজনক।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খুলনা জেলা পুলিশের এএসপি খয়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Topics