কটিয়াদীতে ইসলামী আন্দোলনের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

কটিয়াদীতে প্রবল বৃষ্টিতে ধসে যাওয়া রাস্তার গুরুত্বপূর্ণ অংশ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

ফখর উদ্দিন ইমরান, কটিয়াদী (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করে নেতাকর্মীরা
স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করে নেতাকর্মীরা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবল বৃষ্টিতে ধসে যাওয়া রাস্তার গুরুত্বপূর্ণ অংশ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির মোড়ের গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করা হয়।

জানা যায়, ইসলামী আন্দোলনের লোহাজুরী ইউনিয়নের উদ্যোগে কর্মী সমর্থকরা নিজেরাই মাটি ফেলে গর্ত ভরাট করেছে। রাস্তাটি লোহাজুরী থেকে পাশের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের সংযোগ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ তাদের প্রয়োজনীয় কাজে এবং কাঁচা সবজি বিক্রি করতে নিয়ে যায় এ রাস্তা দিয়ে। সম্প্রতি বৃষ্টিতে একটি অংশ ধসে গিয়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়।

ইসলামী আন্দোলনের কটিয়াদী উপজেলার সাংগঠনিক সম্পাদক মো: সিরাজুল ইসলাম বলেন, ‘কোনো জনপ্রতিনিধির দিকে তাকিয়ে না থেকে এলাকাবাসীর সমস্যা নিরসনে দ্রুত নিজেরাই কাজে নেমে পড়েছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু নিজেদের শ্রমকে মানুষের কল্যাণে কিছুটা হলেও দিতে পারি। নিয়মিত ধারাবাহিক জনকল্যাণমুখী কাজের অংশ এটি।

এ সময় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম রহমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান ফরায়েজী, যুব আন্দোলন সভাপতি মুফতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান রবিন, ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি নাসির উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।