কাফনের কাপড় পরে ‎মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে কাপনের কাপড় পরে বিক্ষোভ করেছে বিএনপির হাজার-হাজার নেতাকর্মীরা।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
কাফনের কাপড় পরে ‎মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
কাফনের কাপড় পরে ‎মনোনয়ন দাবিতে নাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে কাপনের কাপড় পরে বিক্ষোভ করেছে বিএনপির হাজার-হাজার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করায় ঘোষণার দিন থেকে প্রতিদিন নাঙ্গলকোট-লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে আন্দোলনের ২৪তম দিনে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করে তারা। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে বিক্ষোভ প্রদর্শন করে নেতাকর্মীরা।

‎এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

‎বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন।