বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে কাপনের কাপড় পরে বিক্ষোভ করেছে বিএনপির হাজার-হাজার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করায় ঘোষণার দিন থেকে প্রতিদিন নাঙ্গলকোট-লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে আন্দোলনের ২৪তম দিনে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করে তারা। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় এসে বিক্ষোভ প্রদর্শন করে নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য আব্দুর রহিম সুজন।



