চাটমোহর থেকে বিএনপি’র এমপি প্রার্থীর দাবিতে বিক্ষোভ

সন্ধ্যার পরে চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী মসজিদ মোড়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Chatmohar
চাটমোহর থেকে বিএনপি’র এমপি প্রার্থীর দাবিতে বিক্ষোভ
চাটমোহর থেকে বিএনপি’র এমপি প্রার্থীর দাবিতে বিক্ষোভ |নয়া দিগন্ত

পাবনা-৩ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী চাটমোহর থেকে মনোনয়ন দেয়ার দাবিতে ও চাটমোহর উপজেলা বিএনপির নেতাদের নিয়ে ধর্ম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছে চাটমোহর সচেতন নাগরিক সমাজ।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যার পরে চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী মসজিদ মোড়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

বক্তারা সম্প্রতি ভাঙ্গুড়া বিএনপির এক নেতা রেজাউল করিম রেজা’র এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ধর্ম অবমাননা কর এই বক্তব্য দেয়ার জন্য তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের অনুরোধ জানান কেন্দ্রের প্রতি। একই সাথে বিএনপি’র নেতারা জানান, কারো পায়ে সেজদা করে চাটমোহরের নেতারা রাজনীতি করেনি। ভবিষ্যতেও করবেন না। একই সাথে বক্তারা চাটমোহর থেকে ত্যাগী ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের মাঝ থেকে যে কাউকে দলীয় প্রতীক বরাদ্দের আহ্বান জানান দলটির নীতি নির্ধারকদের।

নাগরিক সমাবেশে চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুলের সভাপতিত্বে ও যুবদলের সদস্য সচিব মো: ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ছাত্রনেতা ইমরান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন, সাবেক যুবদল নেতা আল আমিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন প্রমূখ।