লুৎফর রহমান, মোহনগঞ্জ (নেত্রকোনা)
নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ সমস্যায় মানুষের জীবনযাত্রার চরম ভোগান্তি সৃষ্টি করেছে। ২২ ঘণ্টা ধরে উপজেলার কেথাও নেই বিদ্যুৎ। তবে কেন নেই তাও জানায়নি উপজেলা পল্লী বিদ্যুৎ দফতর। এদিকে কর্মরত ডিজিএম, এজিএমসহ ইমারজেন্সি নম্বরও বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার (২৫ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ২২ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই।
এদিকে বিদ্যুৎ না থাকায় চরম সঙ্কটে পড়েছেন উপজেলার লাখো মানুষ। শহরের অধিকাংশ পরিবার ও মসজিদগুলোতে দেখা দিয়েছে পানির সঙ্কট। এদিকে বন্ধ রয়েছে বিদ্যুৎনির্ভর সকল কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান।
এছাড়া অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্ক নাগরিকরা। এদিকে পড়াশোনা ব্যাহত হচ্ছে পরীক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীদের।
দশম শ্রেণির শিক্ষার্থী স্বপ্নীল জানান, ‘পড়ার অতিরিক্ত চাপ রয়েছে। বিদ্যুৎ না থাকায় গরমে মাথাব্যথা করছে। তাই পড়তে পারছি না।’
একাধিক গ্রাহক জানান, মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ এর এমন আচরণ প্রতিনিয়ত। কোনো রকম নোটিশ বা মাইকিং ছাড়াই দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। এতে চরম দুর্ভোগের শিকার হতে হয় মানুষজনের।
এ বিষয়ে মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ইমদাদুল হকের সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
তবে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে জানা যায়, নেত্রকোনা থেকে আসা ৩৩ কেভি লাইন ঠাকুরাকোনা পর্যন্ত ফল্ট করেছে। সমস্যা সমাধানে কাজ চলছে।