গলাচিপায় অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস

হারুন অর রশিদ, গলাচিপা (পটুয়াখালী)

Location :

Galachipa
গলাচিপায় অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস করা হয়েছে
গলাচিপায় অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস করা হয়েছে |নয়া দিগন্ত

পটুয়াখালীর গলাচিপায় ধানক্ষেত নষ্টের আশঙ্কায় দু’টি তালগাছ থেকে বাবুই পাখির অর্ধশতাধিক বাসা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

সিদ্দিক মোল্লা ওই এলাকার চানু মোল্লা ছেলে।

স্থানীয়রা জানায়, সিদ্দিক মোল্লা জমিতে ধানের আবাদ করেছেন। ধান বিনষ্ট হচ্ছে- এমন অভিযোগ তুলে জৈনপুরি খানকা-সংলগ্ন মাদরাসা ও মাহবুব মাস্টারের বাড়ির পাশের তালগাছ দু’টি থেকে বাবুই পাখির বাসাগুলো তিনি নামিয়ে নষ্ট করে ফেলেন।

স্থানীয় মাদরাসাছাত্র হাবিবুর রহমান জানান, বাবুই পাখির বাসা ভাঙতে সিদ্দিক মোল্লাকে বারবার নিষেধ করার পরও তিনি এই ধরনের গর্হিত কাজটি করেছেন। গাছটি অনেক বছর ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ও প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এতে অসংখ্য ঝুলন্ত বাসা, পাখি, ডিম ও ছানা ছিল। গাছ থেকে বাসা নিচে ফেলে দেয়ায় সব ডিম ভেঙে যায় এবং ছানাগুলো মাটিতে পড়ে মারা যায়।

গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস জানান, পাখি নিধন করা মারাত্মক ধরনের অপরাধ।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।