সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসাইন। এছাড়া প্রধান বক্তার বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা
সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারফ হোসাইন। এছাড়া প্রধান বক্তার বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মো: এনাম খা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মো: নুর আলম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান।

এদিকে সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মানসূচক উত্তরীয় পড়িয়ে দেন আনোয়ার হোসেনসহ উপস্থিত অন্য অতিথিরা।