যশোর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় রসায়নের ৪৮ জন পরীক্ষার্থী ফেল করার তিন দিন পর পাস করেছে!
ঘটনাটি ঘটে যশোর শহরতলির পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। কেন্দ্র কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এমন ঘটনা ঘটে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর আব্দুল মতিন জানিয়েছেন।
তিনি বলেন, ব্যবহারিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোর কারণে এমন ঘটনা ঘটেছে।
এ বছর পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছয়টি বিদ্যালয়ের ৩২৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এরমধ্যে রসায়ন বিষয়ের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। ১০ জুলাই ফলাফল ঘোষণার দিন এই ৪৮ জনের সবাইকে ফেল দেখানো হয়। এ নিয়ে যশোর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে কেন্দ্র সচিব খানজাহাল আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ওই ৪৮ জনের ফলাফল প্রকাশ করা হয়।
সংশোধিত ফলাফলে অনেকেই জিপিএ-৫ পেয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।