সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সঙ্ঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রগারপাড় (বড়ময়দান) গ্রামের মরহুম আব্দুস শফিক লালার ছেলে লায়েক মিয়া ও আলতাব আলীর ছেলে উমর আলী পরিবারের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল। বিরোধকৃত জায়গায় হালচাষকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সঙ্ঘর্ষের ঘটনা ঘটে।
প্রথম পক্ষের লায়েক মিয়া জানান, আমাদের বাবার ক্রয়কৃত জমিতে গতকাল হালচাষ করি, কিন্তু কেউ বাধা দেয়নি। কিন্তু আজ বাড়িতে কেউ না থাকায় ওই পক্ষের লোকজন জমির আইল কাটতে আসে। এ সময় বাড়িতে থাকা লোকজন বাধা দিলে তাদের মারধর করে উমর আলীর লোকজন। এতে মফিজুর রহমান (৫৮), আপ্তাবান নেহা (৬৪), লায়েক মিয়া (৪০), তারেক মিয়া (৩৫) গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেয়া হয়।
দ্বিতীয় পক্ষের উমর আলী বলেন, আমাদের নিজস্ব মালিকানা জমিতে তারা জোরপূর্বক দখল করে হালচাষ করতে আসে। বাধা দিলে তারা আমাদের মারধর করেন। এতে উমর আলী, সমুজ আলীর ছেলে ফখর উদ্দিন ও আলিম উদ্দিনের মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।