ঢাকার আশুলিয়ায় মো: মোহর আলী (৪৫) নামের স্থানীয় এক বিএনপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে বলিভদ্র কাচা বাজার মুড়ির দোকানের সামনে তার উপর হামলা করা হয়।
মোহর আলী আশুলিয়ার মধুপুর এলাকার মরহুম বান্দু খানের ছেলে এবং আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।
অভিযুক্তরা হলেন আশুলিয়া থানা হকার্স লীগের কার্যকরী সম্পাদক জহির, আশুলিয়া থানা যুবলীগের সদস্য তাহের ও ছাত্রলীগের আলিমসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজন।
আহত মোহর আলী জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বলিভদ্র বাজার থেকে অটোরিকশা করে মধুপুর বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। পথে অটোরিকশার গতিরোধ করে জহির, তাহের ও আলিমসহ বেশ কয়েকজন। এ সময় তাকে অটোরিকশা থেকে টেনে-হিচড়ে নামিয়ে মারধর করে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ দুই লাখ ৫৮ হাজার টাকা ও স্ত্রীর স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তিনি আরো জানান, মূলত আইনশৃঙ্খলার একটা মিটিংয়ে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়ার পর থেকেই তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং এর আগেও তার উপর হামলা হয়।
এই হামলাও একই কারণে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ার মোজারমিল এলাকায় বিএনপি অফিসে অভিযুক্তরা হামলা করে পাঁচজনকে আহত করে। এ সময় মোহর আলী খানও আহত হন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।