তোফায়েল আহমদ খান

জামায়াত সুযোগ পেলে হাওরাঞ্চলকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়বে

‘জনগণ যদি জামায়াতকে সুযোগ দেয়, তবে আমরা হাওরাঞ্চলের জনগণের মৌলিক সেবা নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও উন্নত অঞ্চল গড়ে তুলবো’

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নে জামায়াত নেতা তোফায়েল আহমদ খান
তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নে জামায়াত নেতা তোফায়েল আহমদ খান |নয়া দিগন্ত

‘জনগণ যদি জামায়াতকে সুযোগ দেয়, তবে আমরা হাওরাঞ্চলের জনগণের মৌলিক সেবা নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও উন্নত অঞ্চল গড়ে তুলবো’ বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা আংশিক) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।

তিনি আরো বলেন, ‘সুনামগঞ্জের হাওরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামগ্রিক জীবনমান উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করবো।’

তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা আব্দুর রউফ খোকন এবং সঞ্চালনায় ছিলেন ইয়াকুব হোসেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তোফায়েল আহমদ খান আরো বলেন, ‘হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন শিক্ষা অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার করা হবে। প্রতিটি হাওরপাড়ে সুলভ চিকিৎসা ব্যবস্থার জন্য কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উন্নত করা হবে।’

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উন্নত ফসল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। জনদুর্ভোগ কমাতে যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নকে অগ্রাধিকার দেয়া হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদি হাসান তুহিন, উপজেলা নায়েবে আমির সেলিম হায়দার, সাবেক ছাত্র নেতা ইমরুল হাসান জাফরী, উপজেলা কর্মপরিষদ সদস্য সালেহ আহমদ, সফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে জামায়াত অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে।