জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাঙ্খা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোনো ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।’
তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে আয়োজিত সমাবেশে উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আউয়াল মমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তালেবের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি ও নাটোর ৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা তালিমুল কুরআন ও মসজিদ মিশন অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি হাসানুল বান্না উজ্জল ও জিয়াউর রহমান জুয়েল, বড়াইগ্রাম পৌর আমির আলমাছ সরদার ও বনপাড়া পৌর আমির মীর মহিউদ্দিন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশ বক্তব্য রাখেন।
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন আর রক্তদানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। যে ফ্যাসিবাদী শক্তি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াতে ইসলামী সকল বাধা অতিক্রম করে তার লক্ষ পানে এগিয়ে যাচ্ছে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন তারা কোনোদিনও সফল হতে পারবেন না। আগামী দিনে এই জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে যুবকদেরকে সামনে এগিয়ে আসতে হবে।’