কুমিল্লার দেবিদ্বারে পূর্ব শত্রুতার জেরে সাড়ে তিন বছরের এক শিশুকে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার রসুলপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গুরুতর আহত শিশু হোসাইন উপজেলার রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের ছেলে।
বর্বরোচিত হামলায় প্রতিবেশী মো: হাসান (৩৫), তার স্ত্রী মোসা: মাহমুদা আক্তার (৩২) ও ছেলে নাফি (১৫) জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রসুলপুর গ্রামের হাজী মোহাম্মদ সুমন সরকারের সাথে প্রতিবেশী মো: হাসানের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেলে শিশু হোসাইন বাড়ির অন্য শিশুদের সাথে হাসানের বসতবাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত হাসানের হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে হঠাৎ করেই শিশু হোসাইনের মাথার পেছনের ডান পাশে কোপ মারে। এতে শিশু হোসাইন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় হাসানের ছেলে নাফি ও স্ত্রী মাহমুদা আক্তার ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে আবারো পিটিয়ে গুরুতর আহত করে।
এদিকে শিশুটির ছোট চাচা ইমরান (১৭) তাকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করে তারা। পরে স্থানীয় লোকজন এসে আহত শিশু হোসাইন ও তার চাচাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত হোসাইনের বাবা সুমন সরকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পারিবারিক বিরোধ থাকতেই পারে, কিন্তু সাড়ে তিন বছরের একটি শিশুকে এভাবে কুপিয়ে ও পিটিয়ে যারা আহত করতে পারে তাদের আমি মানুষ বলে মনে করি না। তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে এভাবে মেরেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো: হাসানের সাথে মোবাইলফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।



