ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারীতে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে বোয়ালমারী প্রেসক্লাবের আয়োজনে চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা শুধু একজন ব্যক্তির প্রাণহানি নয়, বরং মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
তারা বলেন, দিনের আলোয় এমন নির্মম হত্যা দেশের ইতিহাসে কলঙ্কজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তারা অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট কুরবান আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক চন্দণা সম্পাদক ও প্রকাশক কাজী হাসান ফিরোজসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মনুষরা এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।