গাইবান্ধায় ঈদকে ঘিরে কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা

ঈদুল আযহাকে ঘিরে পশু কাটার সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাঘাটা, বোনারপাড়া, কচুয়া, উল্ল্য সোনাতালা ভরত খালি-সহ আরো বিভিন্ন হাট-বাজারের কর্মকারা। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে কামারদের ব্যস্ততা আরো বাড়ছে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা
কোরবানির সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা |নয়া দিগন্ত

বছর ঘুরে আসছে ঈদুল আযহা। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে কোরবানি ঈদ। ঈদের পশু কাটার সরঞ্জাম সংগ্রহ করতে ব্যস্ত গাইবান্ধার মুসলিম ধর্মাবলম্বীরা। কেউ পুরাতন দা, ছুরির মরিচা পরিষ্কার করতে ছুটছে কামারের কাছে আবার কেউ বা ব্যস্ত নতুন সামগ্রী তৈরি করতে। তাই এখন টুং টাং শব্দ মুখরিত গাইবান্ধার সাঘাটা উপজেলার কামার পল্লীগুলো। ঈদের পশুকাটার সামগ্রী তৈরিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছে কামার শিল্পীরা।

আজ সোমবার সরেজমিনে দেখা গেছে, ঈদুল আযহাকে ঘিরে পশু কাটার সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাঘাটা, বোনারপাড়া, কচুয়া, উল্ল্য সোনাতালা ভরত খালি-সহ আরো বিভিন্ন হাট-বাজারের কর্মকারা। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে কামারদের ব্যস্ততা আরো বাড়ছে।

কামার শিল্পী শিবু বিশ্বাস সাথে কথা বলে জানা গেছে, ঈদের দিন গরু, ছাগল, মহিষ, উট কোরবানির পশু জবাই করা হয়। ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরবানির পশু জবাই চলে। এসব পশুর গোশত কাটতে ব্যবহৃত বঁটি, ছুরি, দা, চাপাতির মতো ধাতব ধারালো হাতিয়ার অপরিহার্য। যেহেতু কোরবানির পশু কাটাকাটি করতে এসব ধারালো অস্ত্রের ব্যবহার করা হয়। তাই এখন এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

সাঘাটার দলদলিয়া বাজারের কামার পরিমল বৈরাগী জানায়, সবকিছুর দাম বেশি একটা কৃষাণ নিতে গেলে ৫০০ টাকা বা হাজার টাকা দিয়ে পাওয়া যায় না। অথচ আমাদের তৈরি পণ্যের দাম নেই। আমরা বাপ-দাদার ঐতিহ্য রক্ষায় কাজ করি, মানুষ এখন আর এসব কষ্টের কাজ করতেই চায় না।

বোনারপাড়া বাজারের কামার বিমল চন্দ্র বিশ্বাস জানায়, এখন বাজারে কয়লাসহ সরঞ্জামের দাম অনেক বেড়েছে। ফলে গত বছরের চেয়ে এ বছর ধারালো অস্ত্রের দামও বেশি। ঈদের দিন সকাল পর্যন্ত বেচা-কেনা চলবে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস নয়া দিগন্তকে জানান, কামার শিল্পকে সম্প্রসারণ করতে বিসিক থেকে জেলার বিভিন্ন উপজেলার কামাদের মধ্যে লোন দিয়েছেন। এছাড়া আরো সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।