লেকের পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করায় কাপ্তাই বাঁধের ১৬ গেট দিয়ে সাড়ে তিন ফুট করে পানি নিঃসরণ হচ্ছে।
বুধবার ভোররাত থেকে এ পরিমাণ পানি ছাড়া শুরু করা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানি বিপৎসীমার উপর চলে যায়। তাই আজ ভোররাত ৩টায় কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেট দিয়ে সাড়ে তিন ফুট করে পানি ছাড়া হয়েছে।
বুধবার সকাল ৮টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেবেল।
তিনি আরো জানান, কাপ্তাই লেকে পানির পরিমাণ বৃদ্ধির উপর নির্ভর করেই পানি ছাড়ার পরিমাণ নির্ধারণ করা হবে।
এরই মধ্যে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি জেলা শহরের কয়েকটি এলাকা এবং কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সূত্র : বাসস