ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৫৫ কোটি ৯ লাখ ৫১ হাজার ২২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে মহেশপুর পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক খাদিজা আক্তার।
খাদিজা আক্তারের সভাপতিত্বে ও সষ্টি চরন রায় চৌধুরীর সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহামুদ হেদায়েত বিন সেতু, পৌর প্রকৌশলী সোহেল রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, পৌর জামায়াত ইসলামীর আমির নওফেল ইসলাম, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলী, জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম দুলাল মন্ডল, পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা বাবু, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান রিপন, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, পৌরসভার হিসাব রক্ষক আতিয়ার রহমান প্রমুখ।