ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দুই হাজার ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুলেমা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সুলেমা খাতুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া গ্রামের আবেদ আমীর মেয়ে।

ময়মনসিংহ মেডিক্যা ল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: মো: জাকিউল ইসলাম জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন সুলেমা খাতুন। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ১১১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৭ জন, নারী ২৫ জন ও শিশু রয়েছে ৯ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দুই হাজার ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।