বাঁশখালীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে পণবন্দী করে চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক
অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক |নয়া দিগন্ত

চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র ও কার্তুজসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড। তারা সবাই মনসুর বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো: জমির আহমদ (৫৫), মো: জিয়াউর রহমান (৫০) ও মো: সোহেল (২১)। তারা বাঁশখালী থানার বাসিন্দা।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীর নতুন বাজার সংলগ্ন এলাকায় মনসুর বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে স্থানীয় জনগণকে পণবন্দী করে চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা প্রায়ই গুলিবর্ষণসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। পরে স্থানীয় জনগণ কোস্টগার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড বাঁশখালীর নতুন বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও আটটি দেশীয় অস্ত্রসহ মনসুর বাহিনীর ৫ সশস্ত্র সক্রিয় সদস্যকে আটক করা হয়।

এদিকে অভিযানকালে একদল সন্ত্রাসী কোস্টগার্ডের অভিযানিক দল বহনকারী গাড়ির ওপর অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আটক আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড অভিযানিক দল ৩ রাউন্ড ফাঁকা গুলি করে।

জব্দ করা অস্ত্র ও আটক সন্ত্রাসীদের বিষয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।