শ্রীবরদীতে কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

এ ব্যাপারে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sherpur
নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক একই গ্রামের মরহুম জমর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বিকেলে বাড়ি থেকে নামাজ পড়তে বের হন কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে পরদিন রোববার শ্রীবরদী থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো সন্ধ্যান মেলেনি। এদিকে ২০ আগস্ট বাড়ির পাশের ধানক্ষেত থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি করে একপর্যায়ে ধানক্ষেতে অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার জাহিদ বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।