সাভারে ৫ খুনে জড়িত সন্দেহে ‘ভবঘুরে’ সাইকো সম্রাট আটক

রোববার দুপুরে সাভার মডেল থানা থেকে কয়েক শ’ গজ দূরত্বে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে দুটি পোড়া লাশ উদ্ধার হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
আটক মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে মেন্টাল
আটক মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে মেন্টাল |নয়া দিগন্ত

সাভার পৌরসভার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভিতর থেকে পর পর পাঁচটি লাশ উদ্ধারের ঘটনায় ভবঘুরের ছদ্মবেশে ঘুরে বেড়ানো মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে মেন্টালকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে তাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

এর আগে রোববার দুপুরে সাভার মডেল থানা থেকে কয়েক শ’ গজ দূরত্বে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে দুটি পোড়া লাশ উদ্ধার হয়। একই স্থান থেকে কয়েক মাসের ব্যবধানে পরপর পাঁচটি লাশ উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা নিয়ে সাভার জুড়ে সমালোচনা শুরু হয়। পরে রাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থানগুলো থেকে সিসিটিভির ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ভবঘুরের বেশে ঘুরে বেড়ানো সম্রাটকে শনাক্ত করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কমিউনিটি সেন্টারের আশপাশের সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও হাতে পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সম্রাটকে আটক করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে আটককৃত মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট ওরফে মেন্টালকে জিজ্ঞাসাবাদ চলছে।