জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার পর নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন সংলগ্ন কৃষ্ণচূড়া চত্বরে এসে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা। পরে ঘণ্টাব্যাপী সমাবেশ চলে। এদিকে সমাবেশের পরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে শেষ হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া দলের নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। দেশে নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার পাঁয়তারা। যা এ দেশের মানুষ আর মেনে নেবে না।’
এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।