সোনাগাজীতে জামায়াতের প্রার্থীর উঠান বৈঠক

জুলাই অভ্যুত্থান আমাদের বড় অর্জন। জুলাই অভ্যুত্থানে অংশীজনদের সুরক্ষা নিজেদের দায় মুক্তির জন্য গণভোটে, দেশপ্রেমিক জনগন 'হাঁ'র পক্ষে রায় দেবে, ইনশাল্লাহ।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
সোনাগাজীতে উঠান বৈঠকে বক্তব্য দেন জামায়াত নেতা ডা. ফখরুদ্দিন   মানিক
সোনাগাজীতে উঠান বৈঠকে বক্তব্য দেন জামায়াত নেতা ডা. ফখরুদ্দিন মানিক |নয়া দিগন্ত

ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, জুলাই অভ্যুত্থান আমাদের বড় অর্জন। জুলাই অভ্যুত্থানে অংশীজনদের সুরক্ষা নিজেদের দায় মুক্তির জন্য গণভোটে, দেশপ্রেমিক জনগন 'হাঁ'র পক্ষে রায় দেবে, ইনশাল্লাহ।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ফেনীর সোনাগাজীতে মংগলকান্দি ইউনিয়নের আনন্দিপুর এবং আকিলপুরে অনুষ্ঠিত উঠান বৈঠকে (পুরুষ-মহিলা) প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী এই অভ্যুত্থানের যোদ্ধারা জীবন দেয়ার মাধ্যমে রক্ত ঋণে আবদ্ধ করেছেন। সুতরাং অভ্যুত্থানের সকল অংশীজনের যথোপযুক্ত মর্যাদা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই জন্য দরকার জুলাই সনদের আইনি ভিত্তির কার্যকর আদেশ ও তার বাস্তবায়ন। দেশপ্রেমিক জনগণ গনভোটে হাঁ'র পক্ষে রায় দিয়ে অভ্যুত্থানে অংশীজনের সুরক্ষা নিশ্চিত করবে এবং এর বিরুদ্ধে অবস্থানকারীদের ষড়যন্ত্র মোকাবেলায় ভূমিকা রাখবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মোস্তফা, সহকারি সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, আইবিডব্লিইউএফ ফেনী শহরের সেক্রেটারি ফখরুল ইসলাম, ইউনিয়ন আমির মাওলানা নুরুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন, ইকবাল হাসান রাজু, জামায়াত নেতা আব্দুল্লাহ প্রমুখ।