আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল বাতেন (৬৮) নিহত হয়েছেন; এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
আড়াইহাজার থানা
আড়াইহাজার থানা |ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলা সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহত আব্দুল বাতেন ওই এলাকার মরহুম লাল মিয়ার ছেলে এবং সাতগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়ার বাবা। তিনি মাছের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা একাধিক সূত্র জানায়, এলাকার আধিপত্য নিয়ে সাতগ্রাম ইউনিয়র যুবদলের সভাপতি রেজাউল করিমের সাথে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল। বুধবার রাত ৮টায় গ্রামের ওয়াজ মাহফিল কোন জায়গায় হবে তা নিয়ে রেজাউল ও শাহজাহানের লোকজন প্রথমে কথাকাটা হয়। পরে রেজাইল করিম, তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহানের লোকদের ওপর হামলা করে এবং উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাতেনসহ ১০ জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বাতেনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত বাতেনের ছেলে শাহজাহান বলেন, ‘কোনো কারণ ছাড়াই করিমের লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমার বাবা মারা যান। আমরা এই ঘটনার বিচার চাই।’

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।