নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে স্ত্রীর সাথে গোসল করতে নেমে ইমন মিয়া (২১) নামে এক টেক্সটাইল শ্রমিক নিখোঁজ হয়ে পড়েন। নিখোঁজের চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ডুবুরিরা।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশতলী ইউনিয়নের মল্লিকপুর এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল।
নিহত ইমন মিয়া নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ এলাকার গোলাপ মিয়ার ছেলে। তিনি গাউছিয়ার একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে স্ত্রী কারিমাকে নিয়ে মল্লিকপুর এলাকার মেঘনা নদীতে গোসল করতে নামেন ইমন। নদীতে নেমে গভীর পানিতে ডুবে যান ইমন-কারিমা দম্পতি। পরে তাৎক্ষণিকভাবে কারিমাকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকেন ইমন।
এদিকে খবর পেয়ে বিকেল ৫টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে ইমনের লাশ উদ্ধার করা হয়।
নিহতের ফুফাতো ভাই রবিন মিয়া জানান, দেড় বছর আগে রায়পুরার মল্লিকপুর এলাকার মান্নান সরকারের মেয়ে কারিমাকে বিয়ে করেন ইমন। শুক্রবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। লাশটি তার গ্রামের বাড়ি রাজারবাগে নিয়ে যাওয়া হবে এবং জানাজা শেষে দাফন করা হবে।’
পলাশতলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মোল্লা জানান, ‘স্ত্রীকে সাথে নিয়ে নদীতে গোসলে নামেন ইমন। একপর্যায়ে পানির স্রোতে ভেসে গিয়ে তিনি ডুবে যান। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে।’



