সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারো দু’টি পোড়া লাশ উদ্ধার

এর আগে, গত বছরের ২৯ আগস্ট রাতে একই কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ, ১২ অক্টোবর অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) অর্ধনগ্ন লাশ এবং ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের টয়লেট থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভার পৌর কমিউনিটি সেন্টার
সাভার পৌর কমিউনিটি সেন্টার |নয়া দিগন্ত

সাভার মডেল থানা থেকে কয়েক শ’ গজ দূরত্বে সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের দু’টি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। এর আগেও একই স্থান থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে আগুনে পোড়া দুইটি লাশ দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ দু’টি উদ্ধার করে। খবর পেয়ে নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‌্যাব, ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া লাশের মধ্যে একটি নারী ও অপরটি শিশুর বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট রাতে একই কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ, ১২ অক্টোবর অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) অর্ধনগ্ন লাশ এবং ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের টয়লেট থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে একই স্থান থেকে এখন পর্যন্ত মোট পাঁচটি লাশ উদ্ধার করা হলো। একই স্থান থেকে বারবার লাশ উদ্ধারের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা বা ব্যবস্থা না নেয়ায় থানা পুলিশের নাকের ডগায় এমন ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: সাখাওয়াত ইমতিয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দু’টি আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের আগে পৌর কমিউনিটি সেন্টারটি ঢাকা জেলা পুলিশ তাদের ব্যারাক হিসেবে ব্যবহার করত। জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাভার মডেল থানা, সাভার প্রেস ক্লাব, পৌর কমিউনিটি সেন্টারটি ক্ষতিগ্রস্থ হলেও এখানো বিভিন্ন আইনি জটিলতায় পৌর কমিউনিটি সেন্টারটি সংস্কার করা হয়নি।