ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু ২৫) নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচিত এম এম আল মিনহাজকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গফরগাঁও উপজেলা জামায়াত।
অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পৌর জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হক ও পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুজ্জামান মনির ও পাগলা থানা ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম।