‘এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে’-এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরের ইসলামী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান মধুপুর আদর্শ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জুন) ঈদুল আজহার দ্বিতীয় দিন সকাল ৯টায় মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাবুল হাসান, উপজেলা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন আহমাদ প্রমুখ।
বিশেষ বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
এ সময় ১৯৮১ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের পদচারণায় প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হয়। এ ছাড়াও ক্ষণে ক্ষণে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মঞ্চে উঠে বন্ধুদের সাথে স্মৃতিচারণে আবেগী হয়ে ওঠেন।
পরে বিকেল ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত দেশ বরেণ্য বিভিন্ন ইসলামী সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় চলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।