নওগাঁর পোরশায় আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুপুরে নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রশিক্ষণ পরিদর্শন করেন।
এ সময় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে এ উপজেলায় এক লাখ ১২ হাজার ৭৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ৩৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশে ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য পাঁচ শতাংশ অতিরিক্তসহ ৪১ জন প্রিজাইডিং অফিসার, ২২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৪৭ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।



