কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় পটুয়াখালীর দশমিনায় উপজেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরায়েজী উপস্থিতিতে আরো উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আল আমিন মোল্লা, সবেক ছাত্রনেতা আবু আব্দুল্লাহ, বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা যোবায়ের হোসেন আককাচ, শওফাত হোসেন সাওন, আবদুর রহিন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব ফরায়েজী বলেন-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদের চত্বর সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণতন্ত্রে বিশ্বাসী তাই শত বাধা বিপত্তির মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী জনগণের অধিকার আদায়ে রাজপথে লড়াই সংগ্রম করেছে।
পটুয়াখালী ৩, দশমিনা-গলাচিপা আসনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে ও সাংগঠনিক দক্ষ নেতৃত্বে দশমিনা-গলাচিপার সাধারণ জনগণ বিএনপির ওপর শতভাগ আস্থাশীল। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরনে সবসময় পাশে থেকে কাজ করো যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাসান মামুনের আস্থা দশমিনা-গলাচিপা উপজেলার সাধারণ জনগণ।