গোয়াইনঘাটে জামায়াত জোট প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

সিলেটের গোয়াইনঘাট সরকারী কলেজ সংলগ্ন রাস্তা থেকে সোমবার রাতে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

Location :

Gowainghat
গোয়াইনঘাটে জামায়াত জোটের প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ
গোয়াইনঘাটে জামায়াত জোটের প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট সরকারী কলেজ সংলগ্ন রাস্তা থেকে সোমবার (২৬ জানুয়ারি) রাতে ১১দলীয় জোট মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লার সাদাকালো ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন জানান, গতকাল বিকালে গোয়াইনঘাট কলেজ মোড়ে দাঁড়িপাল্লার একটি ফেস্টুন লাগানো হলে গভীর রাতে কে বা কারা সেটি ছিঁড়ে ফেলে।

তিনি জানান সম্প্রতি গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে নির্বাচনী লিফলেট ও ফেস্টুন, বিলবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত উদ্বেগজনক। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করার কোনো অধিকার কারো নেই। এ ধরনের কর্মকাণ্ড শুধু একটি দলকে নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই—ভাঙচুর, ভয়ভীতি বা দমননীতি দিয়ে রাজনীতি করা যায় না। যারা এসব ছিঁড়ে বা বাধা সৃষ্টি করে রাজনৈতিক মাঠ দখল করতে চায়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রশাসনের কাছে আমাদের আহ্বান, দ্রুত তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক এবং সব দলের জন্য সমান ও নিরাপদ প্রচারণার সুযোগ নিশ্চিত করা হোক। আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই—যেখানে সিদ্ধান্ত নেবে জনগণ, কোনো সন্ত্রাস বা বিশৃঙ্খলা নয়।