ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তথ্য প্রযুক্তির মাধ্যমে পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) বিকেলে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার তুলাইশিমুল গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামের অটোরিকশাচালক সোহেল রানা (৩২) আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায় অটোরিকশাসহ অপহরণ হয়। পরে তার মুক্তিপণ দাবি করে স্ত্রী রোকসানা বেগমের নিকট অপহরণকারীরা পাঁচ লাখ টাকা চেয়ে ফোন করে। তার স্ত্রী এই ঘটনা আখাউড়া থানা পুলিশকে জানায়। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তুলাইশিমুল গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় মেহেদি হাসান হৃদয় (২৯), অনিক মিয়া (২৫), মো: তুষার আহমেদ (১৯), পারভেজ মিয়া (২০) ও মো: রাসেল মিয়া (২১) নামে পাঁচ অপহরণকারীকে পুলিশ গ্রেফতার করে এবং সোহেল রানার অটোরিকশা ও মোবাইল উদ্ধার করা হয়।
এর আগে সোহেল রানা ওয়াশ রুমে টয়লেট করার কথা বলে রাতে তাদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি অপহরণের মামলা হয়েছে।