নরসিংদীর মাধবদীতে সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।
বুধবার (৬ আগস্ট) প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল ৫টার দিকে মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দু’ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে অল্পের জন্য শতাধিক দোকান ও ব্যবসায়ীরা রক্ষা পায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে বিস্তারিত বলা যাবে।
জুতা ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, আমার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সব মিলে ১০কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।