ঈদগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মায়ের অগোচরে বাড়ির উঠানে খেলার সময় শিশুটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
পানিতে ডুবে নিহত শিশু আজান
পানিতে ডুবে নিহত শিশু আজান |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম আজান (৩)। সে ওই এলাকার এনতাজের ছেলে।

স্থানীয়রা জানান, মায়ের অগোচরে বাড়ির উঠানে খেলার সময় শিশুটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ বলেন, ‘শিশু মৃত্যুর খবর পেয়ে থানার উপ-পরিদর্শক বদিউল আলমের নেতৃত্বাধীন পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে।’