মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৫ দোকান ও ১২ আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত

অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি

‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। আগুনে আমার দোকানে থাকা পাঁচ লাখ ২২ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়া আমার ভাড়া দেয়া পাঁচটি দোকান ও ১২টি আবাসিক কক্ষ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে আগুনে পুড়ে পাঁচটি দোকান ও ১২টি আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে
মিরসরাইয়ে আগুনে পুড়ে পাঁচটি দোকান ও ১২টি আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ও ১২ আবাসিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় গ্রামের ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকায় বিবি মরিয়ম মঞ্জিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিবি মরিয়ম মঞ্জিলে রোববার বিকেলে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে যায়। দোকানগুলো হলো— মীর হোসেনের মা-বাবার দোয়া স্টোর, ইমাম হোসেনের হার্ডওয়্যার, ইয়াছিনের খাদ্যের দোকান, হানিফের ওয়ার্কশপ ও এনামুল হক সওদাগরের গ্যাস সিলিন্ডারের দোকান।

এ সময় এনামুল হক সওদাগরের নগদ পাঁচ লাখ ২২ হাজার টাকা পুড়ে যায়। এছাড়া ১২টি আবাসিক কক্ষ পুড়ে যায়। দোকান ও আবাসিক কক্ষ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

খবর পেয়ে স্থানীয়রা ও বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও ভুক্তভোগীরা।

এদিকে আগুন নেভাতে গিয়ে মোহাম্মদ বাবু নামে এক যুবক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিবি মরিয়ম মঞ্জিলের মালিক এনামুল হক সওদাগর বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। আগুনে আমার দোকানে থাকা পাঁচ লাখ ২২ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়া আমার ভাড়া দেয়া পাঁচটি দোকান ও ১২টি আবাসিক কক্ষ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করছি, ওয়ার্কশপ বা ওয়ার্কশপের পেছনে গ্যাসের সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’