বামনা জুলাই শহীদ দিবস ও উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শহীদদের রুহের মাগফেরাত কামনা ও সুস্থতার জন্য দোয়া শেষে আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার জুলাই মাসের এ আইন শৃঙ্খলা সভা ও শহীদ দিবসের সমাপ্তি ঘোষণা করেন।

বামনা (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
বামনা জুলাই শহীদ দিবস ও উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
বামনা জুলাই শহীদ দিবস ও উপজেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

বরগুনার বামনায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও আইনশৃঙ্খলা কমিটির জুলাই ২০২৫ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টার দিকে বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট রিয়াদ হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাহমুল হাসিব, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা সাইদুর রহমান, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও প্রেস ক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আবদুস সোবহান,বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান নাজির ধলু প্রমুখসহ জুলাই আহত ও নিহত পরিবারের সদস্যরা।

এর পর সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও সুস্থতার জন্য দোয়া মোনাজাত শেষে আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা জুলাই মাসের এ আইন শৃঙ্খলা সভা ও শহীদ দিবসের সমাপ্ত করেন।