সরাইলে ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ ইউএনও’র

সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নির্মানাধীণ দু’টি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
নির্মাণকাজ পরিদর্শনে ইউএনও মো: আবুবকর সরকার
নির্মাণকাজ পরিদর্শনে ইউএনও মো: আবুবকর সরকার |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত আবাসন ‘বীর নিবাস’ নির্মাণে অনিয়মের অভিযোগে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবুবকর সরকার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে নির্মানাধীণ দু’টি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরের বাস্তবায়িত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন (বীর নিবাস) নির্মাণ প্রকল্পের আওতায় এ কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রেনু বিল্ডার্স (সদর, ব্রাহ্মণবাড়িয়া)।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবকর সরকার বলেন, ‘ছাদের রডের প্লেসমেন্ট অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী না করায় এবং অনিয়ম থাকায় তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’