লংগদুতে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
গাঁজা জব্দ।
গাঁজা জব্দ। |নয়া দিগন্ত

রাঙামাটির লংগদুতে সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার (৮ নবেম্বর) সকালে উপজেলার ঝর্ণাটিলা বাইট্টাপাড়া রোড এলাকা থেকে এ গাঁজা জব্দ করা হয়।

জানা যায়, সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোন কমান্ডারের নির্দেশনায় লংগদু-বাইট্টাপাড়া রুটে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পশ্চিম বাইট্টাপাড়া বরাদম রোড ও কাঠালতলা এলাকায় সেনা সদস্যরা অবস্থান নেন। চোরাকারবারীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুট পরিবর্তন করে ঝর্ণাটিলা বাইট্টাপাড়া রোডে প্রবেশ করে। সকাল পৌনে ৮টার দিকে টহলদল সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে বস্তাভর্তি মালসহ দেখতে পান। কিছুক্ষণের মধ্যে একটি মোটরসাইকেল তার কাছে এলে সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামার নির্দেশ দিলে তারা বস্তা ফেলে পালিয়ে যান। টহলদলের সদস্যরা বস্তা উদ্ধার করেন, যেখানে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো লংগদু ও বাইট্টাপাড়া এলাকায় পাচারের উদ্দেশে আনা হচ্ছিল।

সেনা জোন সূত্রে জানা যায়, চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গাঁজা লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।