ফরিদপুরের চরভদ্রাসনে সাপ কামড় দেয়ার তিন দিন পর কাউসার ভূইয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সাপটি রাসেলস ভাইপার ছিল।
বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
নিহত কাউসার ভূঁইয়া উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালেপুর মধ্য গ্রামের মরহুম ফালু ভূইয়ার ছোট ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।
চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: বিল্লাল জানান, গত ১৬ জুন দুপুরের দিকে ধান ক্ষেতের গরু তাড়াতে গেলে কাউসার ভূঁইয়াকে সাপে কামড় দেয়। পরে বাড়িতে ফিরে সাপে কামড়ানোর কথা পরিবারকে জানান তিনি। এ সময় সাপের রঙের (বল ছাপা রঙ) কথা জানালে স্থানীয়রা রাসেলস ভাইপার বলে ধারণা করেন। পরে ওইদিন বিকেলে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেয়া হয়। এক দিন পর ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার।